Ticker

6/recent/ticker-posts

দোহারের কার্তিকপুর বাজার আজ থেকে লকডাউন।

কার্তিকপুর বাজার আজ থেকে লকডাউন।


এ এক ভিন্ন চিত্র কার্তিকপুর বাজারের কোন ধরনের লোক সমাগম নেই ।

করোনা ভাইরাস আতংকে পুরো দোহার প্রায় ফাকা।

ঔষধ এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান বাদে সকল ধরনের দোকান পাঠ বন্ধ।

বাহিরের লোক সমাগম নেই বললেই চলে,

অনকে ভাবছেন সচেতনতার কারনেই মূলত ঘড় থেকে বেড় হচ্ছেনা কেও।

প্রশাসন থেকে প্রয়োজন ছাড়া কাওকে ঘড় থেকে বেড় না হওয়ার জন্য বলা হচ্ছে।
  

Post a Comment

0 Comments