নবাবগঞ্জ উপজেলায় এখন জনপ্রিয় এক নাম মোঃ তাবির হোসেন খান পাভেল,
তিনি নবাবগঞ্জ উপজেলা পরিষদের বিপুল ভোটে নির্বাচিত ভাইস চেয়ারম্যান।
করোনায় এই সংকটময় মুহূর্তে তার ভূমিকা প্রশংসনী, যে কারনেই মূলত নবাবগঞ্জবাসীর মুখে মুখে তার নাম,
ইতিমধ্যেই তিনি রাতে নবাবগঞ্জের সাধারণ মানুষের বাড়ি বাড়ি যেয়ে ধারাবাহিকভাবে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন,
এবার তিনি নিলেন ভিন্ন উদ্দোগ,
আমাদের অনেকেরই মনে প্রশ্ন ছিল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলে শেষ গোসল মাটি মঞ্জিল ঠিক ভাবে হবে তো ?
সেই চিন্তার অবসান ঘটলো নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তাবির হোসেন খান পাভেলের এই উদ্দোগে,
নবাবগঞ্জ উপজেলার যেখানেই করোনায় মানুষের মৃত্যু হোক তাদের কে গোসল,কাফন পড়ানো সহ সমাধি করার সমস্ত ব্যবস্থা করবেন তিনি এবং তার টিম।



1 Comments
go ahead .for Allah .
ReplyDelete