করোনা সংক্রমণে যখন পুরো বিশ্ব স্তব্ধ তখন বান্দুরা কাচা বাজারের এই ঘিঞ্জি অবস্থা,
জরুরি ভিত্তিতে পরিবর্তন করা দরকার। যেহেতু বাজারের অন্য সব দোকানপাট বন্ধ, তাই কাঁচাবাজারের পরিধি বিস্তৃত করার দাবি জানিয়েছে অনেকেই,
বান্দুরা এলাকায় এখনো করোনা ভাইরাসের সংক্রমণ দেখা যায় নি। এই কাচাবাজার ও সকালের মাছের আড়তের ঘিঞ্জি পরিবেশ এলাকার জন্য বিপদের কারণ হতে পারে।


0 Comments