নবাবগঞ্জে ইতিমধ্যে বিদেশ ফেরত প্রবাসীর সংখ্যা দুই'শত পঁচিশ জন
এদের মধ্যে অনেকেই হোম কোয়ারান্টাইন না মেনে দিব্যি বাহিরে ঘুরে বেড়াচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে গতকাল ২১ শে মার্চ নবাবগঞ্জের যন্ত্রাইলের ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন মনজু।
যন্ত্রাইলে ইউনিয়নের বালিডিওর এলাকার বাসিন্দা সজিত গমেজ কে পাচ হাজার, বকুল গমেজকে পাচ হাজার এবং বিরেশ গমেজকে বিশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।


0 Comments