দোহার-নবাবগঞ্জ মূলত প্রবাসী নির্ভর একটি অঞ্চল, করোনা ভাইরাসের অতংকে দিন রাত কাজ করছে প্রশাসন,ঔষধ, এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সকল দোকান বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে,
আগামীকাল থেকে নবাবগঞ্জে সকল ধরনের পরিবহন বন্ধ রাখার নির্দেশ প্রদান করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
বর্তমানে নবাবগঞ্জে ২৫০ জন এবং দোহারে ৫৬ জন হোম কোয়ারেন্টাইনে আছে।
প্রয়োজন ছাড়া কেও রাস্তায় বেড় হচ্ছে না,
যারা দিন এনে দিন খায় তাদের খেয়ে বেচে থাকাই কষ্টের হয়ে গেছে,
এর উপর রয়েছে কিস্তির টাকার চাপ,
অনেকেই কিস্তি উঠিয়ে ব্যাবসা বা বিভিন্ন কাজে লাগিয়েছেন,
এই কিস্তির টাকা কিভাবে জোগাড় হবে এই চিন্তায় অনেকের ঘুম হারাম,
খেটে খাওয়া মানুষগুলো এই কিস্তির থাকা স্থগিত রাখার দাবি জানিয়েছেন


0 Comments