নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের যুবকরা একত্রিত হয়ে টাকা উঠিয়ে,
খেটে খাওয়া আসহায় মানুষদের মুখে খাবার তুলে দেয়ার লক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
কিছুদিন আগে নবাবগঞ্জের যন্ত্রাইল এলাকার যুব সমাজের এই একি দৃশ্য দেখা যায়।
নবাবগঞ্জের কাশিমপুরে কিছু তরুণদের এই উদ্দোগ দেখা যায়।
এছাড়াও দোহার নবাবগঞ্জের বিভিন্ন জায়গায় এমন চিত্র দেখা গিয়েছে
অসহায় মানেষের পাশে মহব্বতপুরের যুব সমাজ এক সাথে কাজ করছে।
প্রত্যেক পাড়া মহল্লায় নিজস্ব উদ্দ্যোগে টাকা তুলে আসে পাশের মানুষগুলোকে একটু সাহায্য করা যায় তাহলে
তারা অন্তত তাদের মুখে খাবার টুকু দিতে পারবে,
তাই আসুন আমরা নিজের জায়গা থেকে সবাই এগিয়ে আসি


0 Comments