করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে দিন দিন,
পাশের উপজেলা কেরানীগঞ্জ সনাক্ত ৮ জন,
দোহারে এখনো করোনা সনাক্ত রোগীর সংবাদ পাওয়া যায়নি,
কয়েকদিন আগেই নবাবগঞ্জের বাহ্রা ইউনিয়নের একজনের দেহে করোনা সংক্রমণ ধরা পরে,
তিনি কুয়েত মৈত্রী হাসপাতালের আইসোলেশনে আছে,
এর মধ্যেই নতুন আরেক জন ধরা পড়লো নবাবগঞ্জ উপজেলায় নয়নশ্রী ইউনিয়নে
,তার দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে বলে জানা যায়,
নতুন আক্রান্ত এই ব্যক্তি নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ছোট তাশুল্লা গ্রামের বাসিন্দা। সম্প্রতি সে তাবলীগ জামাত থেকে এসছে। তাঁর শরীরে করোনা উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর-এর পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তির শরীরে করোনা নিশ্চিত করে আইইডিসিআর।


0 Comments