Ticker

6/recent/ticker-posts

থেমে নেই ইয়াবা ব্যাবসায়ীদের আনাগোনা, নবাবগঞ্জে আটক ২


ঢাকার নবাবগঞ্জ উপজেলার প্রধান চত্বর থেকে শনিবার দুপুরে প্রাইভেট কার তল্লাশি করে ২ ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ

জানা যায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বেচ্ছাসেবীরা নবাবগঞ্জ চত্ত্বরে সাধারণ মানুষের সচেতনতা মূলক প্রচারণা চালায়।

সেই প্রেক্ষিতেই একটি প্রাইভেট কারের  গতীরোধ করে স্বেচ্ছাসেবীরা,
তারা তাদের সচেতনতা মূলক কার্যক্রম চালানো কালে পাশে থাকা পুলিশ সদস্যের  গাড়িতে থাকা ড্রাইভারের কথা বার্তা সন্দেহজনক মনে হলে পুলিশ সদস্য ঐ গাড়ি এবং ড্রাইভারকে এবং ড্রাইভারের পাশে থাকা একজনকে  তল্লাশি করে। 

তল্লাশি করে  চালকের পাশে থাকা মুন্না মিয়ার দেহ তল্লাশি করে  ৩৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

 গাড়ির চালক আলমাস সহ  তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

আটককৃত মুন্না উপজেলার বান্দুরা ইউনিয়নের  আলহাদীপুরের বাসিন্দা ইরফান আলীর ছেলে এবং চালক আলমাস যন্ত্রাইল ইউনিয়নের  আজিজপুর গ্রামের মৃত করিমের ছেলে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা  প্রক্রিয়াধীন।

Post a Comment

0 Comments