Ticker

6/recent/ticker-posts

খাদ্য সামগ্রী নিয়ে নিজ এলাকায় তাহেরী

মানবতার কল্যানে আজ তিনি(তাহেরী)
ত্রাণ নিয়ে মানুষের দোয়ারে,

নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপইর গ্রামের খেটে খাওয়া মানুষদের সন্ধ্যের পর  খাদ্যসামগ্রী বিতরণ করেন বাংলাদেশের আলোচিত ওয়াজ বক্তা তাহেরী।

তাহেরী বলেন কিছু বিতরণ করলে নিজ এলাকায় বিতরণ করা  উচিৎ,কারন তাহলে সবাই কিছু না কিছু পাবে।       

Post a Comment

0 Comments