Ticker

6/recent/ticker-posts

নবাবগঞ্জের বাহ্রা ইউনিয়নের যুবকদের উদ্দোগে খাদ্য সামগ্রী বিতরণ

নবাবগঞ্জের বাহ্রা ইউনিয়নের  কান্দামাত্রা যুব সংঘ এর ভাইদের প্রায় ৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তার।

তাদের অক্লান্ত পরিশ্রমে গ্রামের অসহায় খেটে খাওয়া মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌছালো।

তাদের সংগঠনের একজন বলেনঃ
আমরা যার যার নিজ দায়িত্বে মানবতার কাজে এগিয়ে এসেছি নিজেরা কিছু দিয়ে,সেই টাকা দিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করি,

আপনারাও চাইলে আপনার নিজ এলাকায় এভাবে টাকা উঠিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করতে পারেন   

Post a Comment

2 Comments

  1. আল্লাহুআকবার

    ReplyDelete
  2. আমার আল্লাহ তাদের দানকে কবুল করুন

    ReplyDelete