Ticker

6/recent/ticker-posts

নবাবগঞ্জে ইউপি সদস্যকে পেটানোর অভিযোগ যুবলীগ নেতার বীরুদ্ধে


নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী  ইউনিয়নে গত ২৪ এপ্রিল সকাল ১০ টায় করোনা দূর্যোগকালীন ওয়ার্ড মানবিক সহায়তা কমিটি  গঠন নিয়ে নয়নশ্রী ইউনিয়ন পরিষদ থেকে এক  সভার আয়োজন করা হয়


দূর্যোগকালীন ওয়ার্ড মানবিক সহায়তা কমিটি  গঠন  করার জন্য নিয়ম নীতির একটি  ফরমেট  ইউপি সদস্যদের  হাতে  তুলে দেন নয়নশ্রী  ইউনিয়নের চেয়ারম্যান।

ফরমেটে  কমিটি গঠনের নিয়ম থাকে
যে, ইউপি সসদ্য  প্রধান সমন্বয়ক,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারন সম্পাদক, মুক্তিযোদ্ধা-১  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-২ জন, মসজিদ.  মন্দির.  গির্জা. প্যাগোডার  কর্মরত (  ইমাম,ফাদার,ধর্ম,গুরু)-১ জন, সাংবাদিক-১ জন, চেয়ারম্যান কর্তৃক মনোনিত-১ জন ও ওয়ার্ডের গণ্যমাণ্য ব্যক্তি-২ জন নিয়ে ওয়ার্ড কমিটি গঠন হবে বলে নির্দেশনা দেওয়া আছে।

নয়নশ্রী ইউনিয়নের  ৮  নং ওয়ার্ড কমিটি গঠন নিয়ে খোকন মোল্লা এবং স্থানীয় মাসুদ মোল্লা জোর পূর্বক কমিটিতে নিজেদের  লোক রাখতে ও নিজেদের কমেটিতে অন্তর্ভুক্ত করতে  ৮  নং ইউপি সদস্যকে  চাপ প্রয়োগ করেন।

তখন ইউপি সদস্য  বলেন
আমি সরকারি নিয়মের বাহিরে কিছু করতে পারবো না।

ঠিক তখন  নয়নশ্রী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক খোকন মোল্লা উত্তেজিত হয়ে রহুল ইসলাম ভূইয়াকে ধমক দেয় এবং বলে আমরা যেভাবে বলেছি সেভাবে তোকে কাজ করতে হবে।

উত্তরে ইউপি সদস্য বলেন, এখানে উত্তেজিত হওয়ার কিছু নেই, নিয়ম অনুযায়ী কাজ করতে হবে।

এসময় যুবলীগ সাধারণ সম্পাদক  খোকন মোল্লা বলেন “তুই অনেক কিছু বুঝিস না , তোকে আজকে বুঝিয়ে দিব। একথা বলেই খোকন মোল্লা ও তা বাহিনী  ইউপি সদস্যের উপর  হামলা করে ও তাকে কিল, ঘুষি দিয়ে নিচে ফেলে দেয়। এবং দুই তিনবার উঠে দাড়ালেও আবার কিল-ঘুষি ,লাথি দিয়ে মারধর করেন। তৎক্ষণিক মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মোল্লা দৌড়ে এসে মারধর ফিরিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে। ।

এবিষেয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন মনজুর কাছে লিখিত অভিযোগ করেন ঐ ইউপি সদস্য 

Post a Comment

0 Comments