Ticker

6/recent/ticker-posts

দোহার-নবাবগঞ্জ ভলান্টিয়ার্স ইউনিটের ৭১৩ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ


দোহার-নবাবগঞ্জ ভলান্টিয়ার্স ইউনিটের একজনের স্টেটাস তুলে ধরা হলো

দোহার-নবাবগঞ্জ ভলান্টিয়ার্স ইউনিটের ক্ষুদ্র প্রচেষ্টায় ও সার্বিক ব্যববস্থাপনায় দানকৃত অর্থের দ্বারা খাদ্যসামগ্রী কিনে সুষম বন্টন করার চেষ্টা করেছি দোহার-নবাবগঞ্জের বিভিন্ন গ্রামে। ইতোমধ্যেই আমরা সর্বমোট ৬৮৩ টি হত দরিদ্র এবং নিম্ম মধ্যবিত্ত পরিবারের হাতে আমাদের উপহার সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়েছি।

আপনিও আমাদের পাশে থেকে সহযোগিতা করুন। কোথাও থেকে সাহায্য পাচ্ছেনা এমন নিরুপায়দের আমরা খুঁজে খুঁজে সাহায্য বাসায় বাসায় পৌঁছে দিচ্ছি এবং দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

যেকোনো পরিমাণ সাহায্য পাঠাতে:-

#বিকাশে:
প্রান্ত- 01880071753 (Merchant)
ওয়ালিদ:- 01838383135 (Agent)
শাহ্ আলম- 01935777594 (Personal)
ফয়সাল- 01942810427 (Personal)

#রকেটে-

ওয়ালিদ:- 01872202660-6 (Agent)
শিপন:- 01956373273-1 (Personal)

Post a Comment

0 Comments