আজ নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের উত্তর বালুখন্ড গ্রামের যুবকদের উদ্দ্যোগে স্থানীয় পুরাতন জামে মসজিদ এর রাস্তা নির্মাণ করা হয়।।
স্থানীয়দের জিজ্ঞাসা করে জানা যায়,
এই সব যুবকরা নিজ এলাকায় নানা ধরনের উন্নয়ন মূলক কাজ করে থাকে ।
তাদের একজনের সাথে কথা বলে জানা যায়,
তারা নিজ উদ্দোগেই রাস্তাটি নির্মান করেন,
তারা সকল যুবকদের প্রতি আহবান করে বলেন প্রত্যেক সমাজের যুবকরা এগিয়ে আসলে সমাজের সকল ধরনের সমস্যা দূর হয়ে যাবে,আপনারা নিজ গ্রামে একত্রিত হয়ে এগিয়ে আসুন তাহলেই বদলে যাবে প্রত্যেক গ্রামের চিত্র।


0 Comments