Ticker

6/recent/ticker-posts

দোহারে নিজ উদ্দোগে নারী টাকা উঠিয়ে ৪৫ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করলো

 ইছামতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের
অন্যতম স্বেচ্ছাসেবী  কাজী রিজভী আহমেদ ফ্রেন্সি
  ( Kazi Rizvi Ahmed Francy )
নিজ এলাকার গরীব অসহায়,
বিশেষ করে মধ্যবিত্তরা,
যারা নিজের ঘরে খাবার না থাকা সত্যেও বলে আলহামদুলিল্লাহ ভালো আছি ; এসব মানুষের নিরুপায়তা দেখে দমে থাকতে পারেনি।  DN volunteers unit (COVID19) 
এর সার্বিক সহযোগিতা নিয়ে নিজে একাই তার ফুপুকে সাথে নিয়ে সাহায্য তোলা শুরু করে নিজ এলাকা থেকে।

পরে এলাকার আরো একজন বন্ধুকে নিয়ে এলাকা থেকে সাহায্য তোলে সে।

আজ ফ্রেন্সির নিজ এলাকা দোহারের উত্তর লটাখোলা গ্রামে  ৪৫টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী  --------
         ১. চাল ৭ কেজি
         ২.ডাল ১ কেজি
         ৩.আলু ২ কেজি
         ৪. পেয়াজ ১ কেজি
         ৫. তেল ১ কেজি
         ৬. লবন ১ কেজি
         ৭. সাবান ১ পিছ

একজন মেয়ে স্বেচ্ছাসেবী হয়েও এমন দুঃসাহসিকতার সাথে নিজ এলাকার মানুষগুলো পাশে দাঁড়ানোর জন্য সকলেই তার প্রশংসা করছে

Post a Comment

0 Comments