Ticker

6/recent/ticker-posts

নবাবগঞ্জের নতুন ২১ জন করোনা আক্রান্তের ১৮ জনই একই ওয়ার্ডের


নবাবগঞ্জ উপজেলায় ১ শিশু ও ১০ নারী সহ ২১ জন নতুন আক্রান্ত।

এই নতুন ২১ জন আক্রান্তের মাঝে ১৮ জনই নতুন বান্দুরা হালদার পারার ,একজন পুরাতন বান্দুরার এবং বাকি ২ জন নয়নশ্রী ইউনিয়নে। 


  • প্রতি সপ্তাহে নারায়ণগঞ্জ যাওয়া নতুন বান্দুরার বাজারের এক সুটকি মাছ বিক্রেতার কাছ থেকে এই সংক্রমন ছড়িয়েছে বলে ধারনা করা হচ্ছে।


পূর্বের আক্রান্তের সংখ্যা ছিলো ২৪ জন
এখন তা বেড়ে দাড়িয়েছে ৪৫ জনে

দিন দিন করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে দোহার নবাবগঞ্জের,মার্কেটগুলোর দৃশ্য দেখলে বোঝার উপায় নেই যে দোহার নবাবগঞ্জে করোনা নামক কোন মহামারী আছে,

ধারনা করা হচ্ছে এখনো সচেতন না হলে দোহার নবাবগঞ্জের একটি বড় অংশ করোনা আক্রান্ত হতে পারে ।

Post a Comment

0 Comments