দোহারে ১৬ জন পুলিশ সহ ১ ডাক্তার আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন,দোহার উপজেলার চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন,
এ নিয়ে দোহারে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩০।
মোঃ আলমগীর হোসেনের ফেইসবুক পোস্ট টি তুলে ধরা হলো--
প্রিয় দোহার বাসী
আসসালামুআলাইকুম,
দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের অবগতির জন্য , আজকের রিপোর্ট’ অনুযায়ী
নতুন করে ১৭ জন করোনা আক্রান্ত হয়েছে, দুর্ভাগ্য জনক ভাবে ১৬ জনই দোহার থানার পুলিশ, বাকি জন দুবলি বাজারের একজন ডাক্তার।
আমরা কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, আগের ১৩ জন+১৭ জন=৩০ জন আক্রান্ত ,সবাই কে সাবধানে থাকার অনুরোধ করছি।
আল্লাহ আমাদের সহায় হউন। [আমিন]


0 Comments