দোহার উপজেলার কার্তিকপুর বাজারে জুম্মার নামাজের কিছু সময় আগে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাজারের দুটি দোকান ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জুতার দোকানে থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। কারেন্ট এর তার থেকে আগুন ছড়িয়ে পড়ে। জুতার দোকান( মোঃ মুনির) এর ৯০শতাংশ মালামাল পুড়ে গেছে। পাশের কাপড়ের দোকান ( মোঃ জামান: পিতা: মোঃ মোতালেব মুন্সি) এর ৬০ শতাংশ মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। আশেপাশের কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আশেপাশের লোকজন ও বাজারের ব্যবসায়ীরা অতি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে,,খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা ফায়ার সার্ভিস দ্রুত পোঁছে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনে।
এই অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে আর নষ্ট হয়ে গেছে।
আমি অনেক ধন্যবাদ জানাই এলাকার মানুষ, কার্তিকপুর বাজারের ব্যবসায়ীদের ও উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যদের এবং এই আগুন নিয়ন্ত্রণে আনতে যারা সাহায্য করেছে তাদের।তারা নিজেদের জীবন বাজি রেখে আগুন নিভিয়ে মানবতার পরিচয় দিয়েছেন।
0 Comments