Ticker

6/recent/ticker-posts

দোহারে নতুন করে ১৪ জন করোনা আক্রান্ত,মোট আক্রান্ত ১২৯



দোহারে উপজেলায় নতুন করে আরো ১৪ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছ,

এ নিয়ে দোহারে মোট করোনা আক্রান্তের সংখ্যা  দাঁড়ালো ১২৯ জনে।

নতুন করে করোনা পজেটিভ ১৪ জনের মধ্যে,
৩ জনের নারিশা,৩ জনের ফুলতলা ও , ৩ জন দোহার,অন্যরা জয়পাড়া এবং ঘোনা এলাকার বাসিন্দা,

 ৩ জুন পাঠানো ৩৮ জনের নমুনা থেকে ১৪ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে।
  
আজ (৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন,

Post a Comment

0 Comments