Ticker

6/recent/ticker-posts

দোহারে প্রকাশ্যে চলছে পদ্না নদী থেকে অবৈধ বালু উত্তোলন


গত মাসে অবৈধ বালু উত্তোলনের কারনে দোহারে  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আওয়ামী লীগের এক নেতাকে এক লাখ টাকা জরিমানা করার  পরও থামছে না বালু বেচা বিক্রির অবৈধ ব্যাবসা  ।

গত কয়েক সপ্তাহ ধরে নদীর তীরবর্তী এলাকায় শ্যালো মেশিন ওবালু কাটার মেশিন,ড্রেজার বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। 
বিশেষ সূত্র থেকে জানা যায়,

পুলিশ প্রশাসনকে ম্যানেজ করেই চলছে বালু উত্তোলনের এই অবৈধ ব্যাবসা,
এদিকে সরকার হারাচ্ছে মোটা রাজস্বর টাকা।

অনুসন্ধানে করে জানা যায়, দোহার উপজেলার নারিশা ও মুকসুদপুর ইউনিয়নের পদ্মা নদীর তীর এলাকার বিভিন্ন পয়েন্টে দিনরাত ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের কাজ করা  হচ্ছে।

এই বালু আবার ঘাট এলাকায় পাহাড়ের মতো স্তূপ করে প্রতিদিন শতাধিক ট্রাকের মাধ্যমে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে একটি কুচক্রী মহল

ফলে হুমকির মধ্যে পরছে নদী পাড়ে বসবাস করা মানুষগুলো,

এলাকাবাসী অভিযোগ করেন যে,
রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় কয়েকজন ব্যবসায়ী সিন্ডিকেট পদ্মা নদীতে ৮ -১৩টি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন এর অবৈধ কাজের সাথে জড়িত। 


Post a Comment

0 Comments