Ticker

6/recent/ticker-posts

নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুরবাসীর দূর্ভোগ নিয়ে খোলা চিঠি


বরাবর
নবাবগঞ্জ উপজেলা প্রশাসন
নবাবগঞ্জ,ঢাকা
বিষয় : রাস্তা মেরামত ও রাস্তার জলাবদ্বতা দূরকরণ প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের অতিষ্ঠ গ্রামবাসী। উক্ত গ্রামের "গোবিন্দপুর-খলসি" রাস্তাটি দীর্ঘ দুই বছর ধরে কার্পেটিং করার নামে খনন করে অবহেলায় ফেলে রাখা হয়েছে।  বৃষ্টি হলেই জলাবদ্দতার সৃষ্টি হয়ে রাস্তটি চলার অনুপযুক্ত হয়ে জন জীবন দুর্বিসহ হয়ে পড়ে।

অএ অঞ্চলের শ্রমজীবি মানুষ এবং বিশেষ করে স্কুলের ছাত্রীদের কথা বিবেচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা প্রশাসন ও আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবে আলহাজ্ব নাসিরুদ্দিন আহমেদ ঝিলু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি ।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে,  উপরে উল্লেখিত মর্মান্তিক সমস্যার দিকে আপনাদের স্বহৃদয় দৃষ্টি প্রদান করে বাধিত করবেন।

নিবেদক
গোবিন্দপুর গ্রামবাসী

Post a Comment

0 Comments