আগামীকাল রবিবার থেকে ঢাকায় এবং বৃহস্পতিবার থেকে সারাদেশের ঝুকিপূর্ণ এলাকাগুলোরে দেয়া হতে পারে লকডাউন ।
করোনা সংক্রমণের দিক দিয়ে রেড লিস্টে থাকা স্থানগুলোর জন্যই মূলত এই পদক্ষেপ নেয়া হয়েছে,
দোহার এবং নবাবগঞ্জ এই দুইটি উপজেলাও আছে রেডলিস্টে তাই ধারনা করা হচ্ছে দোহার নবাবগঞ্জে আবার শুরু হতে পারে লকডাউ।
সুত্র ~ বাংলাদেশ প্রতিদিন


0 Comments