Ticker

6/recent/ticker-posts

দোহারে ধরা পড়লো ডলফিন


দোহারের মেঘুলার পদ্না নদীর মেঘুলা অংশ থেকে ধরা পরে ২ টি মিঠা পানির ডলফিন মাছ,
নদীরভেসালের জালে ডলফিন মাছ দুটি ধরা পরে,আজ আমাদের খামখেয়ালির কারনে প্রাকৃতিক সম্পদগুলো দিন দিন ধ্বংস হচ্ছে,
কিন্তু এই খেত্রে চিত্র দেখা গেলো পুরো উল্টো, জেলে মানবিক দৃষ্টিকোন থেকে মাছ দুটি ধরার পরার পরে, পদ্না নদীতে অবমুক্ত করেন,

এলাকাবাসী জেলের এমন ভালো কাজের প্রশংসাও করেন,  
 সবাই যার যার জায়গা থেকে একটু সচেতন হলে আমাদের প্রাকৃতিক সম্পদগুলো কখনোই হারাবে না।   

Post a Comment

0 Comments