আজ ঢাকার নবাবগঞ্জ উপজেলার সাদাপুর খালে ভাঙ্গন রোধে কাজ উদ্ভোদন করলেন জনাব নাসিরউদ্দিন আহমেদ ঝিলু চেয়ারম্যান নবাবগঞ্জ উপজেলা পরিষদ, এবং জনাব তাবির হোসেন খান পাভেল ভাই ভাইস চেয়ারম্যান নবাবগঞ্জ উপজেলা পরিষদ
আলহাদিপুর,হযরতপুর,সাদাপুর এলাকার অনেকের ঘর বাড়ি বিলিন হয়েছে এই খালে,প্রতি বর্ষার মৌসুমেই ভয়ানক রূপ নেয় এই খালটি,এলাকা বাসীর বহু দিনের প্রত্যাশা ছিলো এই খালের ভাঙ্গন রোধে কাজ করা,
যা ইতিমধ্যেই বাস্তবিত হচ্ছে,


0 Comments