ঢাকার দোহার উপজেলায় পানি বন্দি অনেক পরিবার,
দোহার উপজেলার এখন বর্তমান অবস্থা জোয়ারের পানিতে উপজেলার বিভিন্ন গ্রাম পানিতে নিমজ্জিত। এসব গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর কেউ নেই। ছবিগুলো নাগের কান্দা, বাসতলা, জয়পাড়া, দোহার থেকে সংগ্রহ করা হয়েছে।
বন্য কবলিত এলাকার মানুষগুলোর প্রতিটা দিন কাটছে কষ্টের মধ্যে


0 Comments