গালিমপুরের শংকরখালি-পাইকশা-
দোহার নিকরা রোড হচ্ছে নবাবগঞ্জের সবচাইতে বিপদ জনক সড়ক।
রাত তো দুরের কথা সন্ধার আগেই গতকাল ট্রাক ড্রাইভার কে রক্তাক্ত করে ৩৯ হাজার টাকা মোবাইল নিয়ে যায় ডাকাত দল।
ঘটনাস্থলে থেকে কিছুক্ষণ পর লোকজনের সহায়তায় নবাবগঞ্জ থানায় যোগাযোগ করা হলেও ঘটনাস্থল প্রদর্শন বা কোন বেবস্থা গ্রহণ করা হয়নি।নবাবগঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা প্রসাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত ডাকাতি রোধে এই সড়কে পুলিশী তৎপরতা ও টহল পুলিশের বেবস্থা করার জন্য অনুরোধ করা হোক ।


0 Comments