দোহার নবাবগঞ্জে প্রশাসনের পক্ষ থেকে বার বার দ্রব্য মূল্য যাতে বাড়াতে না পারে সে দিকে খেয়াল রাখলেও তারা আড়াল হলেই আবার মূল্য বেশি রাখছে অসাধু ব্যাবসায়ীরা,
দেশের বিভিন্ন অঞ্চলে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত মূল্যের তালিকা ঝুলিয়ে দেয়া হচ্ছে বাজারগুলোতে,
সেই সাথে লিখা থাকছে মূল্য বেশি রাখলে সহোযোগিতার জন্য ফোন নাম্বার,
দোহার নবাবঞ্জে প্রবাসীর সংখ্যা অনেক বেশি,
প্রবাসে সকল ধরনের কাজ কর্ম বন্ধ,
তাদের আয়ে ও বন্ধ পরিবারগুলোর অবস্থা এমনিতে নাজেহাল এর মধ্যে যদি নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্য বেড়ে যার তাহলে তাদের না খেয়ে থাকা ছাড়া গতী নেই।
সাধারণ মানুষের দাবি কোন ভাবেই যেনো পন্যের মূল্য বেড়ে না যায়,তাই দোহার নবাবগঞ্জে প্রত্যেকটি বাজারে দ্রব্য মূল্যের নির্ধারীত তালিকা ঝুলিয়ে দেয়া হোক
দেশের বিভিন্ন অঞ্চলে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত মূল্যের তালিকা ঝুলিয়ে দেয়া হচ্ছে বাজারগুলোতে,
সেই সাথে লিখা থাকছে মূল্য বেশি রাখলে সহোযোগিতার জন্য ফোন নাম্বার,
দোহার নবাবঞ্জে প্রবাসীর সংখ্যা অনেক বেশি,
প্রবাসে সকল ধরনের কাজ কর্ম বন্ধ,
তাদের আয়ে ও বন্ধ পরিবারগুলোর অবস্থা এমনিতে নাজেহাল এর মধ্যে যদি নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্য বেড়ে যার তাহলে তাদের না খেয়ে থাকা ছাড়া গতী নেই।
সাধারণ মানুষের দাবি কোন ভাবেই যেনো পন্যের মূল্য বেড়ে না যায়,তাই দোহার নবাবগঞ্জে প্রত্যেকটি বাজারে দ্রব্য মূল্যের নির্ধারীত তালিকা ঝুলিয়ে দেয়া হোক


0 Comments