Ticker

6/recent/ticker-posts

এখনো নবাবগঞ্জের বাজারগুলোতে মানুষের মেলা

আজ সকাল ৮ টার ঢাকার নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের "হরিষকুল গ্রামীণ নতুন বাজারের" দৃশ্য এটি।

যেখানে পুরো বাংলাদেশ করোনা অতংকে ঘরে নিজেকে বন্দি করে রেখেছে সেখানে পুরো উল্টো চিত্র এই এলাকার মানুষদের।

তারা অবাধে ভিড়ের মধ্যে দাড়িয়ে বাজার করছেন,
প্রশাসনের এতো তৎপরতার পরেও অসচেতন অনেক গ্রামের মানুষগুলো,

বর্তমান প্রেক্ষাপটে প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া আমরা নিজে থেকে সচেতন হয়ে কিছুই করি না ।


Post a Comment

0 Comments