ঢাকার দোহার উপজেলায় প্রথম এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পজেটিভ এর সংবাদ পাওয়া গিয়েছে। সোমবার দিবাগত রাত ১ টার সময় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন।
আক্রান্ত ব্যক্তি দোহারের সদর দক্ষিণ জয়পাড়া ও (পশু হাসপাতাল সংলগ্ন ) এলাকার বাসিন্দা,
ডাঃ মোঃ জসিম উদ্দিন জানান গতকাল সোমবার করোনা উপসর্গ থাকা সন্দেহে দোহারের কয়েকজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠানো হয়। এর মধ্যে আইইডিসিআর থেকে সোমবার রাত সাড়ে ১২টার দিকে কার্যালয়ে পাঠানো মেইলে এই বিষয়টি নিশ্চিত হয় যে এক ব্যক্তির শরীরে করোনা পজেটিভ পাওয়া গিয়াছে।


0 Comments