Ticker

6/recent/ticker-posts

নবাবগঞ্জে নতুন ২ জন করোনা রোগী সনাক্ত,মোট আক্রান্ত ৮


ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পআরো দুই ব্যক্তির    শরীরে করোনা ভাইরাস পজেটিভ এর সংবাদ পাওয়া গিয়েছে। সোমবার দিবাগত রাত ১ টার  সময় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ   ।

আক্রান্ত ব্যক্তি নবাবগঞ্জের চূড়াইন ইউনিয়নের   মুন্সিনগরের বাসিন্দা তারা দুইজন সদ্য নারায়ণগঞ্জ ফেরত। 

 ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ জানায়   গতকাল সোমবার করোনা উপসর্গ থাকা সন্দেহে নবাবগঞ্জের কয়েকজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠানো হয়। এর মধ্যে আইইডিসিআর থেকে সোমবার রাত সাড়ে ১২টার দিকে কার্যালয়ে পাঠানো মেইলে এই বিষয়টি নিশ্চিত হয় যে  দুই ব্যক্তির শরীরে করোনা পজেটিভ পাওয়া গিয়াছে।

এ নিয়ে নবাবগঞ্জে মোট আক্রান্তর সংখ্যা গিয়্র দাড়ালো  ৮।

Post a Comment

0 Comments