নবাবগঞ্জ উপজেলার চাল্লাই ব্রীজ সংলগ্ন
গতকাল রাতে ইটভাটার সামনে দুইটি দূর্ঘটনা ঘটে,দুইটির কারন ছিলো একই,
পিচ্ছিল এটেল মাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে পরে যায়!
গাড়ি দুইটির মারত্বক ক্ষতি হয়!
পিচঢালা রাস্তা দিয়ে ইট ভাটার জন্য আনা মাটি বা কাজের অবশিষ্ট মাটিসমূহ যথাসময়ে পরিষ্কার না করার ফলে এই দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী,
ক্ষতিগ্রস্তরা এবং স্থানীয় জনগন ইটভাটার এই অনিয়মের জন্য ইটভাটা মালিকদের শাস্তির দাবী জানিয়েছেন।


0 Comments