Ticker

6/recent/ticker-posts

নবাবগঞ্জে সরকারি সাহায্য নিয়ে অনিয়ম করায় মেম্বার আটক

সরকারি চাল, বয়ষ্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা সহ সকল ধরনের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ উঠে এই ইউপি সদস্যের বীরুদ্ধে।   

প্রিয়বাংলা নিউজ ২৪ এই তার দূর্নীতির সংবাদ প্রকাশ করা হয় 

সংবাদ প্রকাশের পর উপজেলায় নয়নশ্রী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সেকান্দার মিয়া কে আটক করেছে পুলিশ।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন মনজু জানায়, শনিবার রাতে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের উত্তর বাহ্রা গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। 

সেকান্দার মিয়া  নয়নশ্রী ইউনিয়নের  উত্তর বাহ্রাা গ্রামের বাসিন্দা।
এলাকাবাসীর অভিযোগ রয়েছে,সেকান্দার মিয়ার পাশাপাশি তার ছেলে জাকির এবং বাবর আলী ওরফে বাবু গরীব দুঃখীদের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন সরকারি অনুদানে তাদের নাম লিখতো।যে টাকা দিতে পারছে তারই মিলতো চালের কার্ড সহ বিভিন্ন ভাতা।

তদন্তে অপরাধের সত্যতা পাওয়ায় তাকে আটক করা হয়,তার বীরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে,মামলা সম্পর্ণ হলে তাকে আদালতে পাঠানো হবে। 


Post a Comment

0 Comments