কুর্মিটোলা হাসপাতাল-এ সন্তানরা বাবার লাশ নিতে অস্বীকৃতি জানালো। বাবা মারা যাওয়ার পর লাশটি এভাবেই ফেলে রেখে চলে যায় । PPE পরা সন্তানটিকে জানাজায় অংশগ্রহণ করবে কিনা জানতে চাইলে সে সাফ জানিয়ে দেয় আমি যাবো না ।
বাবার পেনশনের টাকা পাওয়ার জন্য সন্তানরা শুধুমাত্র ডেড সার্টিফিকেট নিয়ে চলে গেছ। বাবার পেনশনের টাকা সন্তান ঠিকই গ্রহন করবে কিন্তু বাবার লাশ সন্তান গ্রহন করবে না ।
অথচ দু’দিন আগেও চট্টগ্রামের পটিয়ায় করোনা ভাইরাসে মৃত ৬ বছরের শিশুটির লাশ রেখে পালিয়ে যেতে পারেনি “বাবা”।


0 Comments