নবাবগঞ্জে ত্রান নিয়ে বাহ্রা ইউনিয়নে গুজবের অপরাধে এক মাসের কারাদণ্ড দেয়ে হয় দুই জনকে।
জানা যায় বাহ্রা ইউনিয়নের বলমন্তচর গ্রামের মোঃ শাহাজাদা এবং মোঃ রকিবুল আলম তুষার।
জানা যায় এই দুইজন বলমন্তচর গ্রামে সেনাবাহিনী ৫০০০ টাকা করে গরীবদের অনুদান দিবে এই বলে গুজব চালায় এবং অনকের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র নেয়, এমন সংবাদ পেয়ে মেজর রাশেদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তাদের আটক করে,তাদের আটক করে গুজব ছড়ানোর অভিযোগে তাদের প্রত্যেকে এক মাস করে কারাদন্ড দেয়া হয় ।
জানা যায় বাহ্রা ইউনিয়নের বলমন্তচর গ্রামের মোঃ শাহাজাদা এবং মোঃ রকিবুল আলম তুষার।
জানা যায় এই দুইজন বলমন্তচর গ্রামে সেনাবাহিনী ৫০০০ টাকা করে গরীবদের অনুদান দিবে এই বলে গুজব চালায় এবং অনকের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র নেয়, এমন সংবাদ পেয়ে মেজর রাশেদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তাদের আটক করে,তাদের আটক করে গুজব ছড়ানোর অভিযোগে তাদের প্রত্যেকে এক মাস করে কারাদন্ড দেয়া হয় ।


0 Comments