Ticker

6/recent/ticker-posts

২২৬টি পরিবারকে সাহায্য করলো দোহার-নবাবগঞ্জ ভলান্টিয়ার ইউনিট

দোহার নবাবগঞ্জ ভলান্টিয়ার ইউনিটের সার্বিক ব্যববস্থাপনায় দানকৃত অর্থ দিয়ে পন্য কিনে সুষম বন্টন করে  ইতোমধ্যে ২২৬টি হত দরিদ্র এবং নিম্ম মধ্যবিত্ত পরিবারের  হাতে তুলে দিয়েছে।

বারুয়াখালি, বান্দুরা ইউনিয়ন, বালুরচর, দিঘিরপাড়, কোমরগঞ্জ,  শোল্লা, গালিমপুর, সমসাবাদ, ইমামনগর ও আরো কয়েকটি গ্রামে এইসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বলে জানা যায় ।

আপনিও তাদের পাশে থেকে সহযোগিতা করতে পারেন। কোথাও থেকে সাহায্য পাচ্ছেনা এমন নিরুপায়দের তারা খুঁজে খুঁজে সাহায্য বাসায় বাসায় পৌঁছে দিচ্ছে

তারা সবার কাছে সাহায্যের আহবান জানিয়েছেন

#বিকাশে:
প্রান্ত- 01880071753 (Merchant)
ওয়ালিদ:- 01838383135 (Agent)
শাহ্ আলম- 01935777594 (Personal)
ফয়সাল- 01942810427 (Personal)

#রকেটে-

ওয়ালিদ:- 01872202660-6 (Agent)
শিপন:- 01956373273-1 (Personal)

Post a Comment

0 Comments