Ticker

6/recent/ticker-posts

নবাবগঞ্জে করোনা মৃতের লাশ দাফনে বাধা


নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফেইসবুক স্টেটাস তুলে ধরা হলো-

কামাল  আহমেদ নামের ৪৮ বছর বয়স্ক  ১০/১২ দিন করোনা উপসর্গ নিয়ে ভোগা  রোগী আজ সকাল ৯ টায় হেমায়েতপুরে মারা যান,

যার বাড়ি নবাবগঞ্জ  উপজেলার  কৈলাইল ইউনিয়নের মাসাইল গ্রামে। উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব  তাবির হোসেন খান পাভেলের  পক্ষ হতে  সার্বিক সহযোগিতা চাওয়া হলে   মৃত ব্যক্তিকে হাসপাতালে এনে নমুনা সংগ্রহ , গোসল এবং জানাজা শেষে  দুপুর আড়াইটার দিকে   দাফনের জন্য কৈলাইল পাঠানো হয়।


 উল্লেখ্য এলাকায়  দাফন কাজ সম্পন্নে জটিলতা দেখা দেওয়ায়  নবাবগঞ্জ পুলিশ প্রশাসনের সাহায্য চাওয়া হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান  ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  দুপুর 12 টা হইতে  আড়াই টা পর্যন্ত  সংশ্লিষ্ট টিমের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করেন।

Post a Comment

0 Comments