Ticker

6/recent/ticker-posts

নবাবগঞ্জে খারশুর,তুলসীখালি রাস্তার নতুন কাজ সম্পর্ণ

ঢাকা টু নবাবগঞ্জ রোডের খারশুর থেকে তুলসীখালি অংশটুকু খুবই কষ্টদায়ক ছিল।

দীর্ঘদিন প্রতিক্ষার পর এবার শস্তি পরিবহন ও যাএীদের।

নবাবগঞ্জ টু ঢাকা রাস্তা পুরোপুরি  নতুন ভাবে হলেও কিছু জায়গা র‍য়ে গেয়েছিলো বেহাল অবস্থায়,ধুলা বালি, ভাঙা  এসব ভোগান্তি নবাবগঞ্জবাসীর দীর্ঘ দিন পোহাতে হয়েছে,

সেই ভোগান্তি এখন অবসান হয়েছে,সম্পূর্ণ নতুন ভাবে রূপ নিয়েছে রাস্তাটি।       

Post a Comment

0 Comments