Ticker

6/recent/ticker-posts

নবাবগঞ্জে বাইক এবং ইজিবাইকের সংঘর্ষ,অবস্থা গুরুতর


নবাবগঞ্জ মাঝিরকান্দা মোড়ে মারাত্মক দূর্ঘটনা ঘটে বলে জানা যায়,
ইজিবাইক চালক এবং মটর সাইকেল চালক দুই জনের অবস্থা আশংকাজন, 


স্থানীয় একজন প্রত্যক্ষদর্শীর ফেইসবুক স্টেটাস তুলে ধরা হলোঃ
 
আজ নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছিল, নিজের চোখের সামনে দুইটি ছেলে মৃত্যুর দিকে ধীরে ধীরে চলে যাচ্ছে, অথচ দাঁড়িয়ে শুধু দেখতেই ছিলাম, কিছুই করতে পারলাম না, 😭
এর চাইতে অসহায় নিজেকে কখনোই মনে হয়নি, কিসের এত অহংকার, কিসের এত অভিমান, হয়তো একদিন রাস্তায় পড়ে মরে থাকবো এদের মত, 😭😭

দুর্ঘটনার স্থান মাঝিরকান্দা,
মুখোমুখি  সংঘর্ষ RTR bike Vs অটো বাইক, সময় 05:45 pm,

Post a Comment

0 Comments