Ticker

6/recent/ticker-posts

দোহারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ১৫৭,নতুন আরো ৬ জন


ব্রেকিং নিউজঃ

ঢাকার দোহারে নতুন করে আরো ৬ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে,

এ নিয়ে দোহারের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫৭ জনে,


গত ৭ জুন ২৬ জনের নমুনা থেকে ৬ জনের করোনা পজিটিভ আসে,

এ পর্যন্ত দোহারে সুস্থ হয়েছেন ৪২ জন,
 মৃত্যুবরণ করেছেন ২ জন,

দোহারের মোট করোনা সনাক্তদের ৬৫ জন জয়পাড়ার,২৯ জন নারিশা ইউনিয়নের ,১৬ জন মুকসুদপুর ইউনিয়নে,   ১৮ জন রাইপাড়া ইউনিয়নের , ১৫ জন সুতারপাড়া ইউনিয়নে,   কুসুমহাটি ইউনিয়নের  ৪ , বিলাসপুর ইউনিয়নের  ৪, মাহামুদপুর ইউনিয়নের  ৩ জন ও নয়াবাড়ি ইউনিয়নে ৩ জন।

আজ শুক্রবার (১২ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃঃ জসিম উদ্দিন


Post a Comment

0 Comments