Ticker

6/recent/ticker-posts

নবাবগঞ্জে করোনা সনাক্তর ডাবল সেঞ্চুরি হতে বাকি ৬,নতুন ১২ জন আক্রান্ত



গত ০৪.০৬.২০ তারিখ বুধবার ঢাকার নবাবগঞ্জ উপজেলা থেকে পাঠানো নমুনা হতে নতুন ১২ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে   ।

এ নিয়ে নবাবগঞ্জে  মোট করোনা রোগীর সংখ্যা দাড়ালো ১৯৪ জনে।

আক্রান্তদের মধ্যে ৬ জনই কলাকোপা ইউনিয়নে,
এর মধ্যে ১৫ থেকে ৪৫ বছরের রোগী বেশি

ইতিমধ্যেই নবাবগঞ্জ উপজেলা করোনা সংক্রমণের দিক থেকে রেড লিস্টে আছে।

সামাজিক সচেতনতা ছাড়া এ থেকে মুক্তির কোন পথ নেই বলছেন  বিশেষজ্ঞরা।

খুব শীঘ্রই দেয়া হতে পারে লকডাউন,,   

Post a Comment

0 Comments