ঢাকার দোহার উপজেলায় সন্ত্রাসীদের হামলার শীকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নিরীহ এক যুবক,
গুরুতর আহত হওয়া যুবকের বাড়ি উপজেলার ঝনকি গ্রামে,আহতের নাম রাতুল ভূইয়া,পিতার নাম সোরহাব ভূইয়া,
এ সন্ত্রাসী হামলার ঘটনায় রাতুল ভূইয়ার চাচা বাদী হয়ে দোহার থানায় ৪/৫ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেন।
স্থানীয় সুত্রে জানা যায়,ল যে গত বৃহস্পতিবার উত্তর শিমুলিয়া গ্রামের ঈমান আলী জামে মসজিদের পাশে পাকা রাস্তার উপর এলাকার চিহ্নিত সন্ত্রাসী আরাফাত/লিয়ন গ্রুপ রাতুল ভুইয়ার উপর হামলা করে এলোপাথারি কুপিয়ে মারাত্বক ভাবে জখম করেন,
আহতের চিৎকারে মসজিদের মুসল্লিরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা মোটর সাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যান,
পরে স্থানীয়রা আহত রাতুল কে নিয়ে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন,
আহত রাতুলের পরিবার থেকে জানানো হয় রাতুল খুলনার বিদ্যুৎ পাওয়ার প্লান্টে ওয়েল্ডিংয়ের কাজ করতো
করোনা সংক্রমণ বিস্তার এর কারনে রাতুল গ্রামের বাড়িতে আসেন,
গত বৃহস্পতিবার বাদ মাগরিবপর উত্তর শিমুলিয়া নব নির্মিত পাকা ব্রীজের উপর চিহ্নিত সন্ত্রাসী আরাফাত/লিয়নের অন্যান্য বন্ধু-বান্ধব আড্ডা দিচ্ছিলো,
এ সময়ে রাস্তা দিয়ে চলাচলকারী এক মহিলা কে তারা ইভটিজিং করলে মহিলার ছেলে ও স্থানীয়রা প্রতিবাদ করে এবং সকলে একত্রিত হয় বখাটেদের শাসন করেন।
এ ঘটনা ঘটার পর তার দেড় ঘন্টা পরে এশার নামাজের সময় চিহ্নিত সন্ত্রাসী আরাফাত/লিয়ন গ্রুপের ৫/৬ সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে রাতুলের উপর হামলা করে হয়ে
এঘটনায় রাতুলের মাথায়, বাম গালে, গলায়, বুকে ও বাম হাতে ধারালো চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়,
এ বিষয়ে দোহার থানার এসআই নাজমুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানায় এ ঘটনার পর থেকে সন্ত্রাসীরা বাড়ি-ঘর তালা মেরে পালিয়েছেন।
পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ।


0 Comments