Ticker

6/recent/ticker-posts

নদী থেকে বালু উত্তোলনের কারনে হুমকির মুখে নবাবগঞ্জের কিছু গ্রাম


স্থানীয় একজনের ফেসবুক স্টেটাস তুলে ধরা হলো

আসসালামু আলাইকুম,সন্মানিত এমপি মহোদয়  এবং উপজেলা চেয়ারম্যান,আপনাদের দৃষ্টি আকর্ষন করছি
একটু খেয়াল করে দেখবেন আমাদের কালিগঙ্গা নদীর পাড়ে এখনি ভাঙন শুরু হয়ে গেছে দুই পাশের কিছু চিত্র তুলে ধরলাম,এই অবস্থায় যদি ড্রেজিং করা হয় তাহলে আমাদের নদীর পাড়ের যে মানুষ গুলা বসবাস করে বা ফসলি জমি আছে সেগুলা হুমকির মুখে পরেবে,,আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটার উপর আমাদের আস্থা আছে, দয়া করে, এই অবৈধ বালু উত্তলন বন্ধ করার আহবান জানাচ্ছি সেই সাথে বালুখন্ড, আটকাহনিয়া, দত্তখন্ড, গ্রামের সকল সাধারণ জনগণ এই কাজের বিরুদ্ধে, শক্ত অবস্থানে থেকে এর প্রতিবাদ করতে হবে,ইনশাআল্লাহ, সকলে ঐক্যবধ্য থাকলে এই কুচক্রী মহল পিছু হটতে বাধ্য হবে,আসুন গ্রাম কে ভালবেসে, গ্রামের সুন্দর্য ফেরাতে একটু ত্যাগ  শিকার করি,,

Post a Comment

0 Comments