Ticker

6/recent/ticker-posts

দোহারে ২য় করোনা মৃত লাশ দাফন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবক টিম


দোহারে করোনা উপসর্গ নিয়ে ২য় মৃত লাশ দাফন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবক টিম।

সার্বিক সহযোগিতায়ঃ ইসলামিক ফাউন্ডেশন দোহার উপজেলা
---------------------------------------------------
আজ ৩ জুন সকাল  নয় টায় দোহার  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর  ডাঃ জসিম উদ্দিন দোহার করোনা  মৃতের দাফন টিম সমন্বয়ককে ফোন দিয়ে জানান যে,
দোহার ঘোনায়  মোঃ নজরুল ইসলাম নামে একজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে,
তার দাফনের ব্যাবস্থা করতে হবে,

সকাল ১১টায় আট সদস্য টিম নিয়ে মৃতের বাড়ীতে উপস্থিত হয়

দুপুর ১২.৩০ এ জানাজা ও দাফনের কাজ সম্পন্ন হয়।

আজকের সেচ্ছাসেবক টিমে যারা দায়িত্ব পালন কেরছেন:
টিম প্রধান,
মোঃসুলাইমান বেপারী
মাওলানা আব্দুল গফফার আল ফরিদী
মাওলানা জামাল উদ্দিন
আলহাজ্ব শহিদুল ইসলাম ভূইয়া
মাওলানা যুবায়ের আহমাদ সাকী
মাওলানা ইসমাইল বিন খলিল
মোঃআব্দুল মালেক
মোঃখলিলুর রহমান

মৃতের ঠিকানাঃ
মোঃ নজরুল ইসলাম খান ৬৫
পিতাঃ মরহুম আব্দুল মজিদ খান
দোহার ঘোনা,দোহার, ঢাকা

Post a Comment

0 Comments