নবাবগঞ্জের করোনা মৃত দাফন ও সৎকার টিম,
নবাবগঞ্জে করোনায় মৃত অথবা করোনা সন্দেহে মৃতদের দাফন ও সৎকার করে আসছে,
এ টিমের প্রধান নবাবগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ তাবির হোসেন খান পাভেল,
তার সাথে আছেন বেশ কয়েকজন নবাবগঞ্জের সাহসী মানুষ,
যারা নিজের টাকা খরচ করে,জীবনের মায়া ত্যাগ করে এ ধরনের সেবা দিয়ে আসছিলেন,কিন্তু এখন তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এর মধ্যে বড় সমস্যা হচ্ছে তাদের বাহন ব্যাবস্থ, তারা মৃতের দাফন করে আসার সময়,গণপরিবহন এ উঠলে অন্যদের জন্য স্বাস্থ্য ঝুকি থেকে যায়,এবং তাদের অনেক পরিবহন বহন করতে অসিকৃতি জানায়,
তাদের নেই প্রয়োজন অনুযায়ী মাস্ক,পিপিই,হ্যান্ডগ্লাভস,সেফটি সু,
তারা ঢাকা ১ এর মাননীয় এমপি জনাব সালমান এফ রহমানের দৃষ্টি আকর্ষন করছেন,
তাদের যেনো এ প্রয়োজনীয় সামগ্রী গুলো দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করেন।


0 Comments