সারা নবাবগঞ্জ যখন উন্নয়নের জোয়ারে ভাসছে ঠিক সেই সময়ও ভাগ্য ঘোরেনি নবাবগঞ্জের সদর ইউনিয়ন কলাকোপার আমতলাবাসীর,
এই দৃশ্যটি নবাবগঞ্জের কলাকোপা ইউনিয়নের আমতলা থেকে কলাকোপা পোদ্দার বাজার যাওয়ার রাস্তার,জনপ্রতিনিধিদের বার বার জানানোর পরও কোন ড্রেনেজ ব্যাবস্থা করা হয়নি,রাস্তাটি প্রতি বছর বর্ষার মৌসুমে একটু বৃষ্টি হলেই ডুবে যায়,
এর ফলে চলাচলের অনুপযোগী হয়ে যায়,বিকল্প রাস্তা না থাকায় এই ময়লা পানি দিয়েই পার হতে হয় বৃদ্ধ সহ ছোট বাচ্চাদের,
ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি জানালে কয়েকবার আশ্বাসের পরও কোন সমাধান হয়নি,এলাকাবাসী দ্রুত এর সমাধান চান


0 Comments