গতকাল নবাবগঞ্জে মোট দুই জন করোনা রোগী মারা যান,
এর মধ্যে একজন উপজলার বান্দুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড নিবাসী মোঃ রফিকুল শিকদার করোনা আক্রান্ত হয়ে মারা যান।
ইন্না-লিল্লাহে ওয়া ইন্না-ইলাইহে রাজিউন।
রাত আনুমানিক ১ টার সময় করোনা মৃতের দাফন সম্পন্ন করেন নবাবগঞ্জ উপজেলা করোনা দাফন টিমের প্রধান তাবির হোসেন খান পাভেল ও তার টিম।
টিমের প্রত্যেক সদস্যদের জন্য দোয়া চেয়েছেন তাবির হোসেন খান পাভেল,
তাদের টিমের দুই জন করোনা আক্রান্ত,একজন সুভজিৎ সরকার আরেকজন রাকিবুল হাসান,বিশেষ করে তাদের জন্য দোয়া চেয়েছেন তিনি,


0 Comments