Ticker

6/recent/ticker-posts

সাপের কামড়ে ভ্যাক্সিন না পেয়ে মারা গেলো দোহারের কিশোর

 


তার পরিচিত একজনের ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হলো।


একটি শোক সংবাদ 

চলে গেলেন কাজিরচর ব্রিজ সংলগ্ন সিরাজ।


আমাদের প্রানের দোহার সবাই গর্ভ করি তাইনা এতো বড় বড় লিডার নেতা টাকার অহংকার আমাদের। 

কিন্তু সাপে কাটার ভ্যাকসিন কি আছে আমাদের দোহারে। কখনো ছিলো না কোন হাসপতালে কিন্তু কেন...???


কাজিরচর ব্রিজ সংলগ্ন আব্দুল বারেকের ছেলে সিরাজুল  ১৬ বছর এর যুবক আজকে রাতে সাপের কামড়ে মারা যায়। 

জয়পাড়া কোন হাসপাতালে ভ্যাক্সিন নেই লজ্জা করা উচিৎ সবার।

আজকে সিরাজ মারা গেছে কালকে আপনার আমার কেউ মারা যেতে পারে সাপের কামড়ে

এর দায়ভার কাকে দিবেন...???

Post a Comment

0 Comments