হয়তো বড় ধরনের দূর্ঘটনা না ঘটলে ব্রীজটি সংস্কার হবে না
একটা বিক্সাও যাওয়ার জায়গা নেই!!
নবাবগঞ্জ উপজেলার ১ নং শিকারীপাড়া ইউনিয়ন শুরু হয়েছে দাউদপুর থেকেই।
ব্রিজ পাড় হলেই দাউদপুর।
রয়েছে একটি উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন কাউন্সিল ভবন, তিনটি এজেন্ট ব্যাংকিং শাখা। দাউদপুর বাজার অনেক পুরোনো একটি বাজার। ভাঙ্গা যে ব্রিজটি দেখছেন এর উপর দিয়েই শিকারীপাড়া ও মানিকগঞ্জের জামশা ইউনিয়নের অধিকাংশ লোক বান্দুরা হয়ে রাজধানী ঢাকায় যাতায়াত করে। দুই মাস অতিবাহিত হলেও ব্রিজটি সংস্কার হচ্ছে না। যে খালটির উপর ব্রিজটি করা হয়েছিল তা এখন পুরাপুরি অকার্যকর। ব্রিজের প্রয়োজন তেমন নাই বললেই চলে। কারণ খালটি বন্ধ ও খালের স্থানে এখন ইটের রাস্তা হয়েছে মসজিদে যাওয়ার জন্য।
ব্রীজটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা,নাহলে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে


0 Comments