দেখে মনে হচ্ছে এ এক স্বাভাবিক নবাবগঞ্জের বাগমারার চিত্র।
প্রকৃত পক্ষে এটি আজকের নবাবগঞ্জের বাগমারার দৃশ্য।
নেই সামাজিক দূরত্ব, প্রায় সকল দোকান খোলা,শুধু নিত্যপ্রয়োজনীয় দোকানই না বরং খুলেছে কসমেটিক সহ সকল ধরনের পোশাক সামগ্রীর দোকান।
রাস্তায় দেখা যাচ্ছে প্রচুর পরিমানে ইজিবাইক এবং রিক্সা,
দেখে মনে হচ্ছে করোনা নামক ভাইরসটির কোন সংক্রমনই নেই নবাবগঞ্জে।
অথচ নবাবগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১০ জন,
ঠিক এই মূহুর্তে নবাবগঞ্জের আজকের এই চিত্র,এভাবে চলতে থাকলে হয়তো নবাবগঞ্জবাসী কে চরম মূল্য দিতে হবে


0 Comments