আজ ঢাকা জেলার নবাবগঞ্জ থানার, শিকারীপাড়া ইউনিয়নের আগ্রাদি নিবাসী মোঃ কাজি আক্কাস, করোনা আক্রান্ত হয়ে মারা যান,
করোনা দাফন টিমের প্রধান মোঃ তাবির হোসেন খান পাভেল সহ নবাবগঞ্জ উপজেলার করোনা দাফন টিম মৃতের গোসল & দাফন সম্পন্ন করে,
টিম প্রধান মোঃ তাবির হোসেন খান পাভেল নবাবগঞ্জবাসীর উদ্দেশ্যে তার টিমের জন্য দোয়া চেয়ে বলেছেনঃ
আপনারা দোয়া করবেন, আল্লাহ যেনো আমাদের টিমের প্রত্যেক সদস্যদের সুস্থ রাখে এবং এই নেক আমল করার তৌফিক দান করেন।



0 Comments