Ticker

6/recent/ticker-posts

নবাবগঞ্জের বাহ্রা ইউনিয়নের করোনা রোগী আইসোলেশনে


নবাবগঞ্জের বাহ্রা ইউনিয়নের বাবুল হোসেন নামে এক সৌদি প্রবাসীর
দেহে করোনা ভাইরাসের সংক্রমন পাওয়া গিয়েছে।   

বর্তমানে তিনি কুয়েত মৈত্রী হাসপাতালের আইসোলেশনে  আছেন।

প্রশাসনের পক্ষ থেকে নবাবগঞ্জবাসীকে সামাজিক দূরত্বে থাকতে বলা হয়েছে,

দোহার-নবাবগঞ্জ মূলত প্রবাসী নির্ভর দুইটি উপজেলা,গত কয়েক দিনে প্রবাস থেকে বহু প্রাবাসি এসেছে তাই সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে

Post a Comment

2 Comments